সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নন্দীগ্রাম আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী শুভেন্দু অধিকারী। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন তিনি। রবিবার (২ মে) স্থানীয় সময় রাত ৮টার দিকে নির্বাচন কমিশন এই ঘোষণা দেন।
নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দোপাধ্যায়ের থলিতে পড়েছে ১ লাখ ৭ হাজার ১৩৭ ভোট।
এদিকে এই আসনে ফের গণনার দাবি তুলেছে তৃণমূল। এসবের মধ্যেই টুইট করলেন শুভেন্দু অধিকারী। সেই টুইটে তিনি লিখেছেন, 'নন্দীগ্রামের মহান বাসিন্দাদের আমার ধন্যবাদ। তাঁদের ভালোবাসা, বিশ্বাস, আশীর্বাদ সমর্থনের জন্য। তাঁদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করার জন্য ও নন্দীগ্রামের বিধায়ক হিসাবে নির্বাচন করার জন্য। তাঁদের সেবা করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং তাঁদের মঙ্গলের জন্য কাজ করে যাব। বাস্তবিকই আমি কৃতজ্ঞ।'
এরপর শেষ রাউন্ডের ফলাফলের একটি নথিও তিনি ওই টুইটের সঙ্গে সংযুক্ত করেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এবার গোটা ভোটপর্ব জুড়ে নন্দীগ্রাম আসনের দিকে নজর ছিল গোটা বাংলার। নন্দীগ্রামের লড়াইকে হাড্ডাহাড্ডি বললেও বোধহয় খুব কম বলা হয়। সেই নন্দীগ্রাম আসনে অবশেষে শেষ হাসি হাসলেন শুভেন্দু অধিকারী।
সরকার গড়ার ধারে কাছে পৌঁছতে না পারলেও নন্দীগ্রাম আসনে জয় হাসিল করা নিঃসন্দেহে বড় তৃপ্তি বিজেপির কাছে। আর সেই জয়ের পেছনে যাঁদের অবদান সেই নন্দীগ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন শুভেন্দু। ঠিক যেভাবে বিজেপিতে যোগদানের পর পূর্ব মেদিনীপুরের একাধিক মিটিংয়ে শুভেন্দু অধিকারীকে দেখা যেত জনতার উদ্দ্যেশে নতমস্তকে প্রণাম করতে। এদিন ভোটে জেতার পরেও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ, ঋণ স্বীকার করলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামবাসীর কাছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার।