অক্টোবর ৫, ২০২১, ০৯:০৭ পিএম
সারা বিশ্বের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এখন প্যানডোরা পেপার্স। উইকিলিকস, পানামা পেপার্স আর প্যারাডাইস পেপার্সের ধারাবাহিকতায় আবারো পৃথিবীর সামনে ‘প্যানডোরা পেপার্স’ নামে বিশ্বের অন্যতম প্রভাবশালী কয়েক ডজনব্যক্তির গোপন সম্পদ ও তথ্য প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইসিআইজে। বাঘা বাঘা রাজনীতিবিদ, ধনী ব্যক্তি ও বিভিন্ন অঙ্গণের তারকার নাম রয়েছে এই তলিকায়।
প্যান্ডোরা পেপার্স বলে চিহ্নিত আর্থিক নথি ফাঁসের সবচেয়ে বড় এ ঘটনায় ১ কোটি ২০ লাখ গোপন নথি ফাঁস হয়েছে।
এসব নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জর্ডানের বাদশা আবদুল্লাহ বিন আল-হুসেইনসহ বিশ্বের ৩৫ জন বর্তমান ও সাবেক নেতার নাম আছে। শুধু এরাই নন, বিশ্বজুড়ে ৩০০ সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা, শ খানেক বিলিয়নেয়ারের গোপন সম্পদ ও লেনদেনর তথ্যও ফাঁস করেছে ‘প্যান্ডোরা পেপার্স’।
কর স্বর্গ হিসেবে পরিচিত বিভিন্ন দেশ ও অঞ্চলের অফশোর কোম্পানিতে প্রভাবশালী ব্যক্তিদের অর্থ ও গোপন লেনদেনের তথ্য ফাঁস করা হয়েছে প্যান্ডোরা পেপারসের নথিতে। সাড়াজাগানো এসব তথ্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে বিশ্বজুড়ে। তবে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি এড়িয়ে গেছেন অনেকেই। অনেকেই দিয়েছেন এ বিষয়ে দায়সারা বক্তব্য। কেউ কেউ আবার এ নিয়ে এখনো মুখ খোলেননি।
জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ
জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ বিবৃতি দিয়ে তারা অন্যায় কিছু করেননি বলে দাবি করেছেন বলে জানিয়েছে বিবিসি।
জর্ডানের রাজপ্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিদেশে বাদশা আবদুল্লাহর মালিকানাধীন সম্পত্তি আছে তা ‘অস্বাভাবিক বা অন্যায়’ কিছু নয়।
ফাঁস হওয়া নথির তথ্যে উঠে এসেছে, এই নেতা ১৯৯৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ৭ কোটি পাউন্ডের (১০ কোটি ডলার) গোপন সম্পদের এক সাম্রাজ্য গড়ে তুলেছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার ঘনিষ্ঠ চক্রের গোপন সম্পদের বিস্তারিত প্রকাশ হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ ‘অপ্রমাণিত’ ওই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “এসব তথ্য কী এবং এগুলো কী নিয়ে তা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। সেখানে পুতিনের ঘনিষ্ঠ চক্রের কোনো গোপন সম্পদ দেখিনি আমরা।”
চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস
এক টুইটে চেক প্রধানমন্ত্রী বলেছেন, এ সপ্তাহের নির্বাচনকে প্রভাবিত করতেই এসব অভিযোগ তোলা হয়েছে এবং তিনি ‘কখনো অন্যায় ও অবৈধ কিছু করেননি’ বলে দাবি করেছেন।
কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা
কেনিয়ার প্রেসিডেন্ট কেনিয়াত্তা বলেছেন, এই অনুসন্ধান ‘কেনিয়া এবং বিশ্বজুড়ে আমাদের প্রয়োজনীয় আর্থিক স্বচ্ছতা ও অকপটতা বৃদ্ধিতে অনেকদূর এগিয়ে যাবে’। রাষ্ট্রীয় সফর শেষে বিদেশ থেকে ফেরার পর ফাঁস হওয়া তথ্যের বিষয়ে ‘বিস্তারিত প্রতিক্রিয়া’ জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা
এক বিবৃতিতে পিনেরার দপ্তর বলেছে, দোমিঙ্গা মাইনিং প্রজেক্টের বিক্রিতে অংশ নেওয়া বা ওই বিষয়ে কিছু জানার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট পিনেরা।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি বলে জানিয়েছে গার্ডিয়ান।
শচীন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তির নাম প্যান্ডোরা পেপার্সে দেখে অনেকেই অবাক। এদিকে এ তালিকায় নাম দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন শচিনের আইনজীবী।
সব বিনিয়োগই বৈধ ও আইনসিদ্ধ দাবি করে শচীনের আইনজীবী বলছেন, বিদেশে বিনিয়োগ আছে শচীন টেন্ডুলকারের। কিন্তু কোনো বিনিয়োগই গোপন নয়। প্যান্ডোরা পেপার্সে তার ও তার পরিবারের নাম আসার সুযোগ নেই।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী
তালিকায় নাম রয়েছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী চেরি ব্লেয়ারের। লন্ডনের ভবনটি কেনার বিষয়ে ‘অস্বাভাবিক’ কিছুই ছিল না বলে সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছেন চেরি ব্লেয়ার। তিনি বলেছেন, বাড়িটি কেনার পর নিয়ম মেনে সব কর পরিশোধ করা হয়েছে। এমনকি আইনের আওতায় থেকে এ-সংক্রান্ত সব হিসাব-নিকাশও উন্মুক্ত রাখা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
প্যান্ডোরা পেপারসে ইমরান খানের নাম এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তাঁর অর্থমন্ত্রী শওকত তারিন ও তাঁর পরিবারের সদস্য, সিনেটর ফয়সাল ওয়াদা, শিল্প ও উৎপাদনমন্ত্রী খোশরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আবদুল আলিম খান, পিএমএল-কিউ নেতা চৌধুরী মনিস এলাহি, পিপিপির শারজিল মেনন প্রমুখের নাম প্যান্ডোরা পেপারসে এসেছে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী ইমরান খান প্যান্ডোরা পেপার্সে নাম থাকা নাগরিকদের বিষয়ে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। ফাঁস হওয়া নথিগুলোতে ইমরান খানের মন্ত্রীসভার সদস্যসহ শত শত পাকিস্তানি নাগরিকের নাম এসেছে।