ব্রাজিলে করোনা মহামারিতে টানা চার স্বাস্থ্যমন্ত্রীর পরিবর্তন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২১, ১১:৪৭ এএম

ব্রাজিলে করোনা মহামারিতে টানা চার স্বাস্থ্যমন্ত্রীর পরিবর্তন

ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আবারো স্বাস্থ্যমন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তিনি জানান, নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে হৃদরোগ বিশেষজ্ঞ মার্সেলো কুইরোগাকে নিয়োগ দেবেন।

দেশটিতে মহামারি করোনাভাইরাস চলাকালে এ পদে এর আগে পরপর তিন জনকে নিয়োগ দেয়া হয়। ফলে কুইরোগার নিয়োগ চূড়ান্ত হলে এই দুর্যোগের সময় এ পদের দায়িত্ব পাওয়া তিনি হবেন চতুর্থ ব্যক্তি।

গত বছরের মে মাসের মাঝামাঝি ব্রাজিলে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নেলসন টেইক। এর আগে লুইজ হেনরিক মেন্ডেটাও প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে মতানৈক্যের জেরে পদত্যাগ করেন।

এদিকে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। খবর এএফপি’র।

আলভোরাদা প্রেসিডেন্ট ভবনে বোলসোনারো তার সমর্থকদের সাথে এক বৈঠকে বলেন, ‘চিকিৎসক মার্সেলো কুইরোগাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে এক বা দুই সপ্তাহ সময় লাগতে পারে।’

ব্রাজিলে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। দেশটিতে দৈনিক গড়ে ১ হাজার ৮শ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি দেশটির কয়েকটি শহরে করোনারে নতুন ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ড ওমিটারসের তথ্য অনুসারে, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ২ লাখ ৭৯ হাজার ৬০২ জন মারা গেছেন। এছাড়া এপর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৪৭৭ জন।

 

Link copied!