ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের ননি জেলায় ভূমিধসে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।নিখোঁজ রয়েছেন ২৩ জন। বুধবার (২৯ জুন) রাতে প্রবল বর্ষণের কারণে ভূমিধসের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ননি জেলার যে এলাকায় ভূমিধস হয়েছে, সেটি জেলার প্রত্যন্ত পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা। সেখানে রেলপথ নির্মাণ কাজ চলছিল। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই আঞ্চলিক সেনাবাহিনীর সদস্য। তারা রেলপথ নির্মাণের কাজের সঙ্গে জড়িত ছিলেন।