ভারতের প্রতিবেশী দেশ ভুটানে যৌনকর্মীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পাহাড়ের এই দেশটিতে টাকার বিনিময়ে যৌনসম্পর্ক বেআইনি হলেও গত কয়েক মাসে রাজধানী থিম্পুসহ বেশ কয়েকটি শহরে বিপুল বেড়েছে যৌনকর্মীর সংখ্যা। সম্প্রতি দেশটিতে যৌনকর্মীদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষায় তা ধরা পড়েছে।খবর আনন্দবাজার’র।
ভারতের গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভুটানে যৌনকর্মীর সংখ্যা বিপুল বৃদ্ধির অন্যতম কারণ করোনা মহামারি। করোনার কারণে ভুটানের অনেকে নারী কর্মী কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। বাধ্য হয়ে তাদের অনেকেই এখন দেহব্যবসাকে বেছে নিয়েছেন।
স্বেচ্ছাসেবী সংস্থার ওই সমীক্ষার বরাত দিয়ে আনন্দবাজার জানায়, ভুটানের বড় বড় শহরগুলোতে যৌনকর্মীদের সংখ্যা বিপুল বেড়েছে। সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকা থেকে যৌনকর্মীদের বড় শহরে যাওয়া তার একটি গুরুত্বপূর্ণ কারণ। আর্থিক সমস্যার সমাধানেই বড় শহরে যেয়ে দেহব্যবসা চালাচ্ছেন অনেকে। নতুন আসাদের ভিড়ে সেখানে আগে থাকা যৌনকর্মীরা সমস্যায় পড়েছেন। যৌনকর্মী বেশি হওয়ায় খদ্দেরদের কাছে দর কমাতে বাধ্য হচ্ছেন তারা।
রোজগার বাড়াতে যৌনকর্মীরা গ্রাহকদের দ্বারস্থ হচ্ছেন বলেও স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষায় উঠে এসেছে। গ্রাহকদের কাছে নিজেদের ফোন নম্বর দেওয়ার পাশপাশি অন্য গ্রাহকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার অনুরোধও করছেন তারা।
শুধু তাই নয়, প্রয়োজন পড়লে আবাসিক হোটেলেও যাচ্ছেন যৌনকর্মীরা। থিম্পুর অনেক হোটেল যৌনপেশার জন্য সস্তায় ঘর ভাড়া দিচ্ছে বলেও সমীক্ষায় উঠে এসেছে। তবে হোটেল মালিকরা যৌনকর্মীদের জন্য ঘর ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।