জুলাই ২১, ২০২৩, ০৬:৪৪ পিএম
ভারতের মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় আরও একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এ নিয়ে নারীদের হেনস্তার ঘটনায় গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।
এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দুই নারীর ওপর এই আক্রমণের ঘটনাটি গত ৪ মে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে শুরু হলে বৃহস্পতিবার তা ভারতের জাতীয় দৈনিকগুলোর শিরোনামে জায়গা করে নেয়।
এদিকে, ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার এবং এই অঞ্চলের নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে আদালতকে জানানোর আদেশ দেন।
প্রধান বিচারপতি বলেন, সরকার কোনো ব্যবস্থা না নিলে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে। আদালত ২৮ জুলাই এ সংক্রান্ত ১টি মামলা গ্রহণ করবে বলেও জানান তিনি।
দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ‘ভয়ানক ভিডিওটি’ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তৃত পর্যায়ে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একদল উন্মত্ত লোককে ওই দুই নারীকে টেনে হিঁচড়ে একটি মাঠের দিকে ঠেলে দিতে দেখা যায়।
ইন্ডিজেনাস ট্রাইবাল লিডালস ফোরাম (আইটিএলএফ) এক বিবৃতিতে বলেছে, কাংপোকপি জেলার একটি গ্রামে কুকি-জো সম্প্রদায়ের ওই দুই নারীর সঙ্গে এ বর্বরতা হয়েছে। দুই নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ তাদের।