আগস্ট ২, ২০২২, ০৭:৩৫ পিএম
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হানায় নিহত হয়েছেন আল কায়দার প্রধান আয়মান আল-জাওয়াহিরি।যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলার অন্যতম ‘চক্রী’ মৃত্যুর খবরটি বিশ্ববাসীকে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়তে পারেন: জাওয়াহিরিকে যেভাবে খুঁজে বের করে হত্যা করেছে সিআইএ
কাবুলে আল কায়দা প্রধানের বাড়িতে হামলার কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, যে ঘরে আয়মান আল-জাওয়াহিরি ছিলেন, তার জানলা উড়ে গিয়েছে। কিন্তু বাকি সব ঘর, পারিপার্শ্বিক এলাকা— কোথাও হামলার কোনও চিহ্নই নেই! এই হামলায় কোনও শব্দ হয়নি। এমনকি, আল কায়দা প্রধান ছাড়া কারও গায়ে আঁচড়ও পড়েনি! কী এমন গোপন অস্ত্রে হত্যা করা হল তাঁকে?
ভারতের গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়মান আল-জাওয়াহিরি হত্যায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে, তা এখনও প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তবে বিস্ফোরণের প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে আল কায়দার শীর্ষনেতাকে হত্যা করতে ব্যবহার হয়েছে ‘ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স’। এই ‘ওয়ারহেড-লেস মিসাইল’-এর বৈশিষ্ট্য হল লক্ষ্যবস্তুকে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু বিস্ফোরণ হবে না। কোনও শব্দ হবে না।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন বা গোযেন্দা সংস্থা সিআই ‘র কোনো কর্মকর্তা এখনও প্রকাশ্যে কোনও বিবৃতি দেন নি। তবে এর আগেও বেশ কয়েক জন চরমপন্থী নেতাকে এই একই অস্ত্রে হত্যা করেছে আমেরিকা।
আরও পড়তে পারেন: মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত
বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা এই বিশেষ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার হয় ২০১৭ সালে। সে বার আর এক আল কায়দা নেতাকে হত্যার পরিকল।পনা করে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় গাড়ি নিয়ে ঘুরছিলেন আল কায়দার অন্যতম শীর্ষনেতা আবু আল-খায়ের আল-মাসরি। কোনও শব্দ হল না। আচমকা গাড়ির ছাদ ফেটে মৃত্যু হল তাঁর। সেটাও নাকি এই ‘ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স’-এর দৌলতে।
আবু আল-খায়ের আল-মাসরির হত্যার বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, গাড়ির ছাদে একটা বড় ফুটো। গাড়ির ভিতরের অংশ চূর্ণ-বিচূর্ণ। কিন্তু কী অদ্ভুত! গাড়ির সামনের এবং পিছনের অংশ একেবারে অক্ষত। আঘাতের লেশমাত্র চিহ্ন নেই।
যুক্তরাষ্ট্রের এবারের ‘মিশন’এও সেই ড্রোনের মাধ্যমে ব্যবহার করা বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, এই ‘নিনজা বোমা’-ই আমেরিকার পছন্দের অস্ত্র। লক্ষ্যবস্তু ছাড়া আঘাতের আঁচড় যাতে অন্য কোথাও না গিয়ে পড়ে, সেই কারণেই এই মারণাস্ত্রের ব্যবহার।