হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২২, ০৬:০৮ পিএম

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর রয়টার্সের।

রবিববার রয়্যাল কোর্ট থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, বাদশাহ সালমানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেসমেকারের ব্যাটারি পরিবর্তনের কয়েকদিনের মধ্যেই জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে বাদশাহ সালমান ভর্তি হলেন। এই হাসপাতালে  সৌদি; বাদশাহ’র স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

রাজ পরিবারের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সৃষ্টিকর্তা যেন দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ককে রক্ষা করেন।  তিনি যেন স্বাস্থ্য ও সুস্থতা উপভোগ করেন।

৮৬ বছর বয়সী বাদশাহ সালমানের ২০২০ সালে পিত্তথলিতে অস্ত্রোপচার হয়েছিল। এছাড়া গত মার্চে তার হার্টের পেসমেকারের ব্যাটারি পরিবর্তন করা হয়।

২০১৫ সালে সৌদি আরবের সিংহাসনে বসেন বাদশাহ সালমান। তার আগে প্রায় আড়াই বছর তিনি যুবরাজ ছিলেন এবং উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Link copied!