হাসপাতালে ভর্তি করা হয়েছে আধুনিক মালয়েশিয়ার রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঠিক কি কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তার সার্বিক মেডিকেল চেকআপের পর বলা যাবে, তিনি কি কি জটিলতায় ভুগছেন।
মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেকআপ এবং আরও পর্যবেক্ষণে রাখা হবে। তবে কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে মাহাথির মোহাম্মদের মুখপাত্রও কোনো মন্তব্য করননি।
জানা গেছে, মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর আগেও হার্ট অ্যাটাক করেছেন। করা হয়েছে বাইপাস সার্জারিও।
মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাকে। সবশেষ ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন হয়। মালয়েশিয়ার রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি।
সূত্র: রয়টার্স