গাজায় দুই সিনিয়র কমান্ডারসহ ১০ ইসরায়েলি সেনা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৩, ১০:৪৪ পিএম

গাজায় দুই সিনিয়র কমান্ডারসহ ১০ ইসরায়েলি সেনা নিহত

দ্য টাইমস অব ইসরায়েল প্রকাশিত নিহত দশ ইসরায়েলি সেনার ছবি।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলামান যুদ্ধে হামাসের সঙ্গে সংঘর্ষে দুই সিনিয়র অফিসারসহ ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) উপত্যকার প্রধান শহর গাজা সিটির শেজাইয়ায় এই ঘটনা ঘটে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, এ নিয়ে স্থল আক্রমণে নিহত সেনার সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।

এ ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিহত সেনা কর্মকর্তা ও সদস্যদের নাম প্রকাশ করেছে। তারা হলেন,  কর্নেল ইতজাক বেন বাসাত (৪৪), লেফটেন্যান্ট কর্নেল টোমার গ্রিনবার্গ (৩৫), মেজর রোই মেলদাসি (২৩), মেজর মোশে আভরাম বারঅন (২৩), মেজর বেন শেলি (২৬), ক্যাপ্টেন লিয়েল হায়ো (২২), সার্জেন্ট আচিয়া দাস্কাল (১৯), সার্জেন্ট এরান আলোনি (১৯) এবং সার্জেন্ট রোম হেশৎ (২০) এবং সার্জেন্ট ওরিয়া ইয়াকোভ (২০)।

সার্জেন্ট ওরিয়া ইয়াকোভ ছাড়া নিহতরা সবাই ইসরায়েলি স্থলবাহিনীর গোলানি ব্রিগেডের অন্তর্ভুক্ত ছিলেন। হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত আইডিএফের সবচেয়ে সিনিয়র অফিসার বেন বাসাত। তিনি ছিলেন ওই ব্রিগেডের প্রধান।

অন্যদিকে স্টাফ সার্জেন্ট আশকেলনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬১৪তম ব্যাটালিয়নের ওরিয়া ইয়াকভ (১৯) উত্তর গাজায় একটি পৃথক ঘটনায় নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, এ সময় আরও তিন সেনা গুরুতর আহত হয়েছেন।

Link copied!