পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার পশ্চিমে শরণার্থী ক্যাম্পে চালানো হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ের তিন ছেলে এবং অন্তত তিনজন নাতি-নাতনি নিহত হয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাতারে অবস্থানরত হানিয়ে আলজাজিরাকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যুদ্ধের মধ্যে তার ছেলেরা গাজায় অবস্থান করছিলেন। হানিয়ের তিন ছেলে হলেন- হাজেম, আমির ও মুহাম্মদ ইসমাইল হানিয়ে।
গাজাভিত্তিক একটি বার্তা সংস্থার প্রকাশিত ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা কয়েকটি মরদেহ ঢেকে রাখা হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের হামলায় হানিয়ের আরেক ছেলে নিহত হয়েছিলেন। গত অক্টোবরে প্রাণ হারান তার ভাই ও ভাতিজা। নভেম্বরে তার এক নাতি নিহত হন।