অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন সেখানে নিহতের সংখ্যা ৩৬ হাজার ৭৩১ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৭৭ জন নিহত এবং আরও ২২১ জন আহত হয়েছেন। এছাড়া এখনও অনেকে ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকে আছেন বলেও জানা গেছে। তারা এমন অবস্থায় আছেন যে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত ৭ অক্টোবর থেকে চলমান এই যুদ্ধে ৩৬ হাজার ৭৩১ জন নিহতের পাশাপাশি ৮৩ হাজার ৫৩০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল।
আরও পড়ুন: গাজা যুদ্ধ: মার্কিন কংগ্রেসে ‘সত্য’ বলবেন নেতানিয়াহু
এর আগে গাজা যুদ্ধ নিয়ে মার্কিন কংগ্রেসে ‘সত্য’ তুলে ধরার অভিলাষ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, “কংগ্রেসের দুই কক্ষে ইসরায়েলকে উপস্থাপনের সুযোগ পেয়ে আমি বেশ আনন্দ বোধ করছি। আমাদের যারা ধ্বংস করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধের প্রকৃত দিকটি আমি মার্কিন প্রতিনিধি ও পুরো বিশ্বের কাছে উপস্থাপন করবো।”
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।