মিয়ানমারের গুরুত্বপূর্ণ বন্দরনগর দখলের দাবি আরাকান আর্মির

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৪, ১১:১৭ এএম

মিয়ানমারের গুরুত্বপূর্ণ বন্দরনগর দখলের দাবি আরাকান আর্মির

আরাকান আর্মি।

মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) দেশটির বন্দরনগরী পাকতাও সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছরের নভেম্বরে পাউকতাও শহর আংশিক দখলে নেয় আরাকান আর্মি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে যে যুদ্ধবিরতি হয়, এ ঘটনায় তা ভেঙে যায়। তবে ওই যুদ্ধবিরতিও খুব বেশি কার্যকর ছিল না।

শহরের বাসিন্দারা বলেছে, জান্তা সরকার নিয়মিত সেখানে গোলা ও নৌ হামলা চালাত। হেলিকপ্টার থেকেও শহরটিতে গুলিবর্ষণ করা হতো।

নিউ গুগল আর্থের ছবিতে দেখা গেছে, পাউকতাও শহরের অনেক এলাকা বিধ্বস্ত। থানার বেশ কয়েকটি ভবনও বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে।

গত মঙ্গলবার জান্তা সরকার ওই শহরে সংঘর্ষ চলার খবর জানায়। জাতিসংঘ গত নভেম্বরে বলেছে, সংঘর্ষের কারণে ওই শহরের প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

Link copied!