যুক্তরাষ্ট্র আগেই আঁচ করেছিল, ২৪ অথবা ৪৮ ঘণ্টার মধ্যেই ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান। ওয়ালস্ট্রিট জার্নাল, দ্য টেলিগ্রাফসহ দেশটির বড় বড় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল, গত ১ এপ্রিল দামেস্কে কনস্যুলেটে হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। তেহরানের একের পর এক হুঁশিয়ারি থেকেই ওয়াশিংটন বুঝতে পেরেছে যে, তেল আবিবে বড়সড় হামলার ঘটনা ঘটতে যাচ্ছে।
ইরানের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিতে ছাড়েনি ইসরায়েলও। গতকাল শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ‘যারা আমাদের ক্ষতি করবে, আমরাও তাদের ওপর হামলা করবো।’ আর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তেহরানকে শান্ত হওয়ার আহ্বান জানালেন। ঠাণ্ডায় এক শব্দে তিনি বলেন, ‘ডোন্ট’ (অর্থাৎ ইসরায়েলে হামলা কোরো না)।
আগে থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পক্ষাবলম্বনের বার্তা দিয়ে আসছিল। এবার রাখঢাক না রেখেই বাইডেন ঘোষণা দিলেন, ‘আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলকে রক্ষায় অবশ্যই সহযোগিতা করবো। ইরান কখনও (ইসরায়েলে হামলায়) সফল হতে পারবে না।’
সূত্র: সিএনএন