যুদ্ধবিরতির চুক্তি ছাড়াই কায়রো ছাড়লেন হামাসের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৭, ২০২৪, ০৮:৫২ পিএম

যুদ্ধবিরতির চুক্তি ছাড়াই কায়রো ছাড়লেন হামাসের প্রতিনিধি দল

আশা করা হয়েছিল যে আগামী সপ্তাহে রমজান মাস শুরু হওয়ায় হামাস-ইসরায়েলের মধ্যে ৪০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে। কিন্তু গাজায় যুদ্ধবিরতির কোনো চুক্তি ছাড়াই মিশরের কায়রো ছেড়েছেন হামাসের প্রতিনিধি দল। তবে হামাস বলছে, ইসরায়েলের সঙ্গে এখনও পরোক্ষভাবে আলোচনা চলছে।

এদিকে ইসরায়েলের ক্রমাগত হামলার মুখে গাজায় দুর্ভিক্ষের লক্ষণ দেখা দিতে শুরু করেছে। পাশাপাশি পশ্চিমা বিশ্ব যুদ্ধবিরতি কার্যকরে চাপ দিয়েই চলেছে।

কায়রোতে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের বিনিময়ে হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে একটি চুক্তির আলোচনা করেছে মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীরা।

তবে ইসরায়েল কায়রোতে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। তাদের ভাষ্য, বেঁচে থাকা জিম্মিদের তালিকা চায় তারা। যাদেরকে চুক্তির অধীনে মুক্তি দেওয়া হবে।

হামাস জানায়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাড়ি ফিরে যেতে দিতে কিংবা গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি মেনে নেয়নি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রতিক্রিয়াস্বরূপ সেদিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। সেই থেকে শহরটিতে ইসরায়েলিদের হামলা থামছেই না।

সূত্র: বিবিসি

Link copied!