দক্ষিণ ইসরায়েলে নেতানিয়াহু

‘যারা আমাদের ক্ষতি করবে, আমরাও তাদের ক্ষতি করবো’

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২৪, ০৮:৩৮ এএম

‘যারা আমাদের ক্ষতি করবে, আমরাও তাদের ক্ষতি করবো’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

গাজায় অভিযানের পাশাপাশি অন্যান্য এলাকায় ইরানের হামলা ঠেকাতে প্রস্তুতি ইসরায়েল। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (১২ এপ্রিল) দক্ষিণ ইসরায়েলে একটি বিমান ঘাঁটি পরিদর্শন করেন নেতানিয়াহু। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যারা আমাদের ক্ষতি করবে, আমরাও তাদের ক্ষতি করবো। প্রতিরক্ষা ও আক্রমণভাগ উভয় দিক দিয়েই আমরা ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।’

উল্লেখ্য, গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে এক হামলায় সিনিয়র ইরানি কমান্ডারসহ ১২ জন ইরানি নিহত হয়। এরপর থেকেই বিশ্ব গণমাধ্যমে ইরানের হামলার আশঙ্কা উঠতে শুরু করেছে। ইসরায়েল এই হামলার দায় স্বীকার না করলেও ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এর জন্য ইসরায়েলকে শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।

Link copied!