গাজায় ইসরায়েলের বিমান হামলা; ২৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৮, ২০২৩, ০২:৪৯ এএম

গাজায় ইসরায়েলের বিমান হামলা; ২৩২ জনের মৃত্যু

ছবি: ডেইলি সাবাহ

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি সংগঠন হামাসের রকেট হামলায় ইসরায়েলের ২০০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ম্যাগেন ডেভিড অ্যাডম ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

বিমান হামলা চালিয়ে গাজা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি টাওয়ার গুঁড়িয়ে দেয়ায় বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলায় গাজা শহরের অনেক এলাকা থেকে কালো ধোঁয়ার মেঘ আকাশে ছড়িয়ে পড়েছে বলে জানান ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। পাশের ভবন থেকে লাইভ সম্প্রচাররত সংবাদমাধ্যম আল-জাজিরার একজন সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে ভয়াবহ সেই হামলার ভিডিও। ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে মাটিতে মিশে গেছে বলে জানান ওই সাংবাদিক।

এদিকে ইসরাইলের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো গাজায় দুটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে। ওই ভবন দুটি হামাসের ‘সামরিক অবকাঠামো’ ছিল বলে দাবি করেছে ইসরাইল।

এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাসের পক্ষ থেকে জানানো হয়, শনিবার ভোরে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে। এরই প্রেক্ষিতে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল।

হামাসের রকেট হামলা শুরুর পাঁচ ঘণ্টা পর জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‍‍‘ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে আছি, কোনো অভিযান নয়, উত্তেজনা নয়, যুদ্ধ।‍‍’

Link copied!