ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ উঠেছে। গত ৪ জুন ফল প্রকাশের পর পরই পরীক্ষার আয়োজক কমিটি ন্যাশনাল টেস্টিং কমিটির বিরুদ্ধে প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ তুলতে থাকেন পরীক্ষার্থীরা।
ফল প্রকাশের পর দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে ৬৭ জন পূর্ণ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। তাদের মধ্যে পাশাপাশি সিটে বসা ছয়জন পরীক্ষার্থী পরীক্ষায় প্রথম হন।
মেডিকেল ভর্তি পরীক্ষায় একসঙ্গে এতজন কীভাবে পূর্ণ নম্বর পায় জানতে চেয়ে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। এই অবস্থায় ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা।
অন্যদিকে মেডিকেল পরীক্ষার নম্বর বণ্টন নিয়ে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের দাবি, এই পরীক্ষায় মোট নম্বর ৭২০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হয় ৫ নম্বর। এই অবস্থায় অংশগ্রহণকারীদের মধ্যে ২ জন পরীক্ষার্থী কীভাবে ৭১৮ ও ৭১৯ নাম্বার পায় জানতে চেয়ে এই মামলা করা হয়।
মেডিকেল পরীক্ষাকে কেন্দ্র করে এমন ঘটনায় বিজেপিকে দায়ী করেছে বিরোধী দল কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, বিজেপি দেশের যুব সমাজের সঙ্গে প্রতারণা করেছে।