ভারতের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৫, ২০২৪, ০৪:৩৯ পিএম

ভারতের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন নরেন্দ্র মোদি

বুধবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন নরেন্দ্র মোদি। বুধবার (৫ জুন) দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে নতুন সরকার গঠনের লক্ষ্যে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নরেন্দ্র মোদিকে দায়িত্ব পালনের অনুরোধ করেছেন দ্রৌপদী মুর্মু। আগামী ৮ জুন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে, এককভাবে সরকার গঠন করতে পারছে না বিজেপি। কারণ তারা এককভাবে ২৪০ আসন পেয়েছে। সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠনের জন্য নির্ভর করতে হবে জোটের ওপর।

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মোট ২৯৩ আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী কংগ্রেস পেয়েছে ৯৯ আসন। কংগ্রেসের ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ২৩৩ আসন।

এর আগে বুধবার সকালে নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে এক বৈঠকে বসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বৈঠক ছিল নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের শেষ বৈঠক। এতে পরবর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Link copied!