সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০২:২৫ এএম
মিসরের স্কুলগুলোতে ছাত্রীদের নেকাব পরা নিষিদ্ধ করেছে দেশটির সরকার। হিজাব পরতেও কাউকে বাধ্য করা যাবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। মিসরের রাষ্ট্রায়াত্ত্ব সংবাদপত্র আহরামের বরাতে বুধবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
রিপোর্ট অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেমবর থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। মিসরের শিক্ষামন্ত্রী রেদা হেগাজি গতকাল সরকারের পক্ষ থেকে নিকাব নিষিদ্ধ করার ঘোষণা করেন।
এদিকে শিক্ষামন্ত্রী জানান, নেকাবের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও হিজাব পরে ছাত্রীরা স্কুলে যেতে পারবেন। অর্থাৎ, রীতি অনুযায়ী, ছাত্রীদের চুল ঢেকে রাখার ওপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। এদিকে শিক্ষামন্ত্রী আরও বলেন, `কোনও ছাত্রী হিসাব পরবে কি পরবে না, তা যেন তার ব্যক্তিগত সিদ্ধান্ত হয়। বাবা-মায়ের সেই সিদ্ধান্তের বিষয়ে অবগত থাকা উচিত। ছাত্রীকে কোনও কিছু করতে যেন বাধ্য না করা হয়।`
উল্লেখ্য, বিগত বহু বছর ধরেই স্কুলে ছাত্রীদের নিকাব পরা নিয়ে বিতর্ক চলছে মিসরে। বহু মানুষ এই বিষয়টি নিষিদ্ধ করার দাবি তুলে আসছিলেন। আসন্ন শিক্ষাবর্ষ থেকে সেদেশের স্কুলে নিকাব নিষিদ্ধ হল। এর আগে অনেক সরকারি ও প্রাইভেট স্কুল নিকাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে সরকারি স্তরে তা করা হল এই প্রথম।