পানি বন্ধ করলে ভারতে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৫, ০৬:৪২ পিএম

পানি বন্ধ করলে ভারতে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী

পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এবার ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের এক মন্ত্রী। সিন্ধু নদীর পানি বন্ধ করে দিলে ভারতে পরমাণু হামলা হতে পারে বলে হুমকি দিয়েছেন হানিফ আব্বাসি নামের পাকিস্তানি ওই মন্ত্রী। এ ছাড়া ভারতকে যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

এতে বলা হয়, আব্বাসি বলেন, যদি ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করার সাহস করে, তাহলে তাদের পূর্ণ মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তিনি ঘোষণা করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র প্রদর্শনের জন্য নয়। এগুলো সারা দেশে লুকিয়ে রয়েছে, উসকানি দিলে হামলা চালানোর জন্য প্রস্তুত থাকুক ভারত।

ঘড়ি, শাহীন ও গজনবী নামের ক্ষেপণাস্ত্রও প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী আব্বাসী। এসব ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১৩০ পরমাণু বোমা ভারতের জন্যই রাখা হয়েছে বলে হুমকি দেন এই নেতা।

হানিফ আব্বাসি বলেন, ‘যদি তারা আমাদের পানি সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। আমাদের কাছে যে সামরিক সরঞ্জাম আছে, আমাদের যে ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো প্রদর্শনের জন্য নয়। কেউ জানে না আমরা সারা দেশে আমাদের পারমাণবিক অস্ত্র কোথায় রেখেছি। আমি আবারও বলছি, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো, এগুলো সবই তোমাদের (ভারত) কথা চিন্তা করে তৈরি।’  

পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিক পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পর তাঁর এসব প্রতিক্রিয়া এল। এর আগে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে। পাকিস্তানের সঙ্গে ভারতের পানি সরবরাহ এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্তকে উপহাস করে হানিফ আব্বাসি বলেন, নয়াদিল্লি তার কর্মকাণ্ডের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে।

পাকিস্তান কর্তৃক ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার ফলে সৃষ্ট বিপর্যয়ের কথা উল্লেখ করে আব্বাসি বলেন, মাত্র দুই দিনের মধ্যে ভারতীয় বিমান চলাচলে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা একবার দেখুক ভারত। যদি পরিস্থিতি আরও ১০ দিন এভাবে চলতে থাকে, তাহলে ভারতের বিমান সংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে।

পাকিস্তানের মন্ত্রী ভারতের তীব্র সমালোচনা করে বলেন, তারা নিজেদের নিরাপত্তা ব্যর্থতা স্বীকার করার পরিবর্তে পেহেলগাম সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য স্থগিত করা নিয়ে ভারতের সিদ্ধান্তের পর পাকিস্তান ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইসলামাবাদ তাদের বিরুদ্ধে নেওয়া যেকোনো অর্থনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।

এদিকে একতরফাভাবে পানিবণ্টন চুক্তি স্থগিত করলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। গত শুক্রবার সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় পিপিপির এক সমাবেশে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সিন্ধু নদ ভারত ডাকাতির চেষ্টা করছে মন্তব্য করে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না।

পেহেলগাম হামলার পর সিন্ধু পানিচুক্তি থেকে ভারত একতরফা সরে আসার প্রতিক্রিয়ায় বিলাওয়াল ভুট্টো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন। সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে।

ভারতকে সতর্ক করে তিনি বলেন, হয় পানি, না হয় তোমাদের রক্ত এই নদীতেই প্রবাহিত হবে।

Link copied!