ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র

‘ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত’

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২৪, ০২:২৬ পিএম

‘ইরানের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত’

দামেস্কে কনস্যুলেটে হামলার পর থেকে ক্ষোভে ফুঁসছে ইরান। তবে কম যায় না ইসরায়েলও। তারা বলেছে, ইরানের পাল্টা হামলা মোকাবেলায় ইহুদিবাদী দেশটি প্রস্তুত।

গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেন, ‘প্রয়োজনে পাল্টা হামলার সক্ষমতাও আছে ইসরায়েলের।’

একই সময় ইসরায়েলিদের আতঙ্কিত না হওয়ার অনুরোধও করেন তিনি।

ড্যানিয়েল হ্যাগারি বলেন, ‘আমাদের সেনাবাহিনী প্রতিরক্ষা ও পাল্টা হামলার জন্য প্রস্তুত। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়াবে। প্রক্সিদের আড়ালে লুকিয়ে থেকে হামলা চালানো ইরানের স্বরূপ বেরিয়ে আসবে। আমাদের সেনাবাহিনীর সক্ষমতা আরও বেড়েছে।’

এই মুখপাত্র বলেন, ‘চলমান যুদ্ধে হাজার হাজার হামলা প্রতিহত করে আমাদের প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতাও আমরা প্রমাণ করেছি। কীভাবে ইরানের হামলা মোকাবেলা করতে হবে তা আমরা জানি।’

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ায় নিজেদের দূতাবাসের ভবনে হামলা চালিয়ে অন্তত ১৬ জনকে হত্যার পর থেকেই পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান।

Link copied!