ইসরায়েলে ইরানের হামলার পর পরই ভূমধ্যসাগরে রুশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৪, ০৭:০১ পিএম

ইসরায়েলে ইরানের হামলার পর পরই ভূমধ্যসাগরে রুশ যুদ্ধজাহাজ

ইসরায়েলে গতকাল শনিবার মধ্যরাতে হামলা করেছে ইরান। এর মধ্যেই ভূমধ্যসাগরে ঢুকেছে রাশিয়ার যুদ্ধজাহাজ।

১ এপ্রিল দামেস্কে কনস্যুলেটে হামলার জেরে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হুঁশিয়ারি দিয়ে গেছে ইরান। হামলার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে চরম অস্থিরতা দেখা দিয়েছে। উত্তেজনা প্রশমনে বিশৃঙ্খলা এড়াতে সব পক্ষকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছিল ক্রেমলিন।

কিন্তু ইসরায়েলে ‘অপারেশন ট্রু প্রমিজ’-এর অংশ হিসেবে নজিরবিহীন হামলা চালায় ইরান। হামলার সময় ইসরায়েলকে লক্ষ্য করে ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেই সঙ্গে ছিল ড্রোন। যদিও আইডিএফের দাবি, তারা ‘প্রায় সবগুলো’ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

চলমান এই উত্তেজনার মধ্যেই ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। রোববার (১৪ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্শাল শাপোশনিকভ নামে রাশিয়ার ফ্রিগেটটি মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। এই ফ্রিগেট কিনঝাল সুপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত।

তারা জানায়, পরিকল্পিত নৌ-মহড়ার অংশ হিসাবেই কিঞ্ঝাল সুপারসনিক মিসাইল সজ্জিত রাশিয়ান নৌ-বাহিনীর ফ্রিগেটটি ভূমধ্যসাগরে প্রবেশ করেছে।

Link copied!