উদ্বোধনের ৬ মাসেই ফাটল দেখা দিয়েছে অযোধ্যার রাম মন্দিরে। ছাদ বেয়ে ঝরছে পানি। ভারতের রাজনীতিতে এটা নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।
চলতি বছর ২২ জানুয়ারি মন্দিরটি উদ্বোধন করেন রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্ষা মৌসুম শুরু হতে না হতেই রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে পানি ঝরতে শুরু করেছে। এরই মধ্যে মন্দিরের অভ্যন্তরে ও আশপাশের কমপ্লেক্সে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, মন্দিরটি তৈরির সময় কোনও ইস্পাত ব্যবহার করা হয়নি। ২ দশমিক ৭ একর জমির ওপর নির্মিত এই মন্দির তৈরিতে খরচ হয়েছে ১ হাজার ৮০০ কোটি ভারতীয় রুপি।
এখনও পুরোপুরি শেষ হয়নি রাম মন্দিরের কাজ। এর মধ্যেই নতুন মন্দিরের ছাদ কেন ফুটো হলো সেটা খতিয়ে দেখে সমস্যার সমাধান করা উচিত বলে মন্তব্য করেন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।
পুরোহিত আচার্য সত্যেন্দ্র বলেন, “চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের নেতৃত্বে রাম মন্দির নির্মাণ কমিটি এখনও বিভিন্ন চেম্বারে কাজ করছে। যেখানে আরও দেবতাদের (বিগ্রহ বা মূর্তি) স্থাপন করা হবে। আশা করা হচ্ছে, এই ইন্সটলেশনগুলো ২০২৫ সালের মধ্যে শেষ হবে।”
এদিকে ভারতের দীর্ঘতম সেতু অটল বিহারী বাজপেয়ী সেতুতেও ফাটল দেখা দিয়েছে। চলতি বছর ১২ জানুয়ারি সেতুটি উদ্বোধন করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ৫ মাস যেতে না যেতেই সেতুটিতে ফাটল দেখা দিলো। ১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু তৈরিতে খরচ হয়েছে মোট ১৭ হাজার ৮৪০ কোটি রুপি।
সূত্র: এনডিটিভি