জুন ২, ২০২৪, ০৩:৪৬ এএম
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলকে সাড়া দিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
কিন্তু ইসরায়েলের কট্টর ডানপন্থী দুই মন্ত্রী বসেছেন বেঁকে। হুমকি দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যদি বাইডেনের এই আহ্বানে সাড়া দেন তবে তারা পদত্যাগ করবেন।
আরও পড়ুন: ‘এখন সময় এসেছে যুদ্ধ বন্ধের’
দেশটির যে দুই মন্ত্রী পদত্যাগের হুমকি দিয়েছেন, তারা হলেন- অর্থমন্ত্রী বেজালেল স্মটরিক এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির।
এদিকে ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ ঘোষণা দিয়েছেন, নেতানিয়াহু বাইডেনের আহ্বানে সাড়া দিলে তিনি তার সরকারকে সমর্থন ও সহযোগিতা করবেন।
আরও পড়ুন: ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব ভালো চোখে দেখছে হামাস
সব মিলিয়ে বাইডেনের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়টি নিয়ে উভয়সংকটে পড়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু। শ্যাম রাখি না কূল রাখি- এই দ্বন্দ্বে খুবই খারাপ সময় যাচ্ছে তার।
উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিন-পৃষ্ঠা সংবলিত এক প্রস্তাবনায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে আহ্বান করেন। বাইডেন বলেন, “এখন সময় এসেছে যুদ্ধ বন্ধের।” এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানায়, তারা এই প্রস্তাবকে ভালো চোখে দেখছে।
সূত্র: বিবিসি