ডিসেম্বর ৯, ২০২৩, ০৩:৩৯ এএম
স্প্যানিশ গোয়েন্দাদের ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন দূতাবাসের দুই কর্মীকে বহিষ্কার করেছে স্পেন। শুক্রবার (৮ ডিসেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গোপনীয়তার বিনিময়ে স্প্যানিশ গোয়েন্দা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের দূতাবাসের দুই কর্মীকে বহিষ্কার করেছে স্পেন। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছে স্পেন।
তবে ঘটনাটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষতি করবে না বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, স্পেন ও যুক্তরাষ্ট্র বন্ধু, মিত্র ও অংশীদার। যখন এমন কোনো সমস্যা সামনে আসে যা আমাদের দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে তা নিয়ে আলোচনা হয় এবং সমাধান করা হয়। তবে তা কোনোভাবেই আমাদের সম্পর্ককে প্রভাবিত করে না।
বহিষ্কৃত দূতাবাস কর্মকর্তাদের নাম বা পদ উল্লেখ করেনি এল পাইস। জানা গেছে, মাদ্রিদের অনুরোধে গোপনীয়ভাবে ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
স্পেনের গোয়েন্দা সংস্থা সিএনআইয়ে অনিয়মের বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। তবে স্প্যানিশ গোয়েন্দারা ওই দুই মার্কিন দূতাবাস কর্মকর্তার কাছে কোন ধরনের তথ্য বিনিময় করেছেন, তা স্পষ্ট নয়।