বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৩, ০২:২৪ পিএম

বাইডেনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে  জেলেনস্কি

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে সোমবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

সেখানে মঙ্গলবার ( ১২ ডিসেম্বর )  বৈঠক করবেন দুই নেতা। মস্কোর বিরুদ্ধে চলমান লড়াইয়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার বিষয়ে বাইডেনের সাথে আলোচনা করবেন জেলেনস্কি।

এক বিবৃতিতে রবিবার হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনের যেসব জরুরি সহায়তা প্রয়োজন, তা নিয়ে কথা বলবেন দুই নেতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্যরা ইউক্রেন ও ইসরায়েলের জন্য প্রস্তাবিত নতুন সহায়তা তহবিলের ওপর আনা একটি বিল আটকে দিয়েছেন। এর পরপর জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে।

তারা ইউক্রেন ও ইসরাইলকে দেয়ার জন্য বাইডেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ এখনো অনুমোদন করেনি। 

হোয়াইট হাউস জানিয়েছে, কংগ্রেসে এ প্যাকেজ অনুমোদিত না হলে, যুক্তরাষ্ট্র আর ইউক্রেনকে কোনো সাহায্য করতে পারবে না। এর ফলে রাশিয়ার সুবিধা হবে।

জেলেনস্কি রবিবার ( ১০ ডিসেম্বর ) আর্জেন্টিনায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সাথে দেখা করেন। সংবাদমাধ্যম জানাচ্ছে, হাভাসি মেল মারফৎ তাদের জানিয়েছেন, অরবান জেলেনস্কিকে বলেছেন, ইইউ-তে ইউক্রেনকে সামিল করা নিয়ে সমানে আলোচনা হচ্ছে। 

ইউক্রেনকে ইইউ-তে সামিল করতে গেলে সবকটি দেশকে একমত হতে হবে। হাভাসি হলেন অরবানের প্রেস সংক্রান্ত প্রধান। আগামী সপ্তাহে ইইউ-র বৈঠক হওয়ার কথা আছে।

এ ছাড়া আগামীকাল সকালে ক্যাপিটলে মার্কিন আইনপ্রণেতাদের সামনে জেলেনস্কির ভাষণ দেওয়ার কথা রয়েছে। 

Link copied!