অবশেষে নন্দীগ্রামে এগিয়ে গেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২১, ০৯:১৯ পিএম

অবশেষে নন্দীগ্রামে এগিয়ে গেলেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে এবারে যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই তৃণমূলের সুপ্রিমো ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর লড়াইয়ের দিকে অনেকেরই মনোযোগ রয়েছে। সব জল্পনা পেছনে ফেলে অবশেষে নন্দীগ্রামে শুভেন্দুকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সকালে ভোট গণনার পর থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কিন্তু পরে ব্যবধান কমতে থাকে। ১১ রাউন্ডের শেষে ৩৩২৭ ভোটে এগিয়ে মমতা। 

আজ রবিবার (২ মে) ভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এতে দেখা যায়, তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যাচ্ছে। ১০ বছর আগে বাম দুর্গ ভেঙে পশ্চিমবঙ্গে আধিপত্য বিস্তার করেছিলেন মমতা ব্যানার্জি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ভোট হয়েছে ২৯২টি আসনে। দুজন প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে আসন দুটির নির্বাচন স্থগিত হয়। ভোটের ফল গণনা শুরুর পর এখন পর্যন্ত এগিয়ে আছে মমতা ব্যানার্জির দল তৃণমূল।

 সূত্র: এইসময়।

Link copied!