আফগানিস্তানে আমেরিকার অর্জন শূন্য:পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২১, ১০:৫৪ পিএম

আফগানিস্তানে আমেরিকার অর্জন শূন্য:পুতিন

আফগানিস্তানে আমেরিকার দুঃখ এবং বিপুল প্রাণহানি ছাড়া আর কোন অর্জনই হয়নি। গায়ের জোরে কোন দেশে অন্য দেশের সংস্কৃতি ও মতাদর্শ চাপিয়ে দেওয়া যায় না। বুধবার (১ সেপ্টেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে দেশটির ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টির এক কংগ্রেসে বক্তব্য প্রদানকালে এসব বলেন।

পুতিন বক্তেব্যে বলেন, ‘আমেরিকার সেনারা ২০ বছর ধরে আফগানিস্তানে উপস্থিত থেকে ২০ বছর ধরেই চেষ্টা করেছে স্থানীয় আফগানদের মধ্যে তাদের নিজেদের রাজনৈতিক-সমাজিক মতাদর্শ, সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই চেষ্টা কোন কাজেই আসেনি। বরং মার্কিন ও তার মিত্রদেশগুলোর সেনাসহ স্থানীয় আফগানদের প্রাণহানি হয়েছে। কিন্তু অর্জন শূন্য।

আফগানিস্তান থেকে মার্কিন এবং ন্যাটো সৈন্য সরিয়ে নেওয়ার পর রাশিয়ার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। ইতোমধ্যে রাশিয়া তাজিকিস্তানে রাশিয়োন সেনাবাহিনীর ‍উপস্থিতি বাড়িয়েছে।

উল্লেখ্য, ৩১ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সর্বশেষ সেনাও চলে গিয়েছে। এবং তালেবান আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সরকার গঠনের প্রকি্রয়াও শেষ করে এনেছে প্রায়।

Link copied!