আফগানিস্তানের হেরাত প্রদেশে শনিবার গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে দগ্ধ হয়েছে কমপক্ষে ৬০ জন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক।
আফগান - ইরান সীমান্তবর্তী কাস্টমস পয়েন্টে হওয়া এই বিস্ফোরণে ৩ শতাধিক ট্রাক পুৃড়ে যায়। কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সহায়তা চাওয়া হয় ইরানের কাছে।
স্থানীয়রা জানায়, ঘন কালো ধোঁয়ায় দেশটির আকাশ ছেয়ে যায়, বহুদূর থেকেও দেখা যায় ধোঁয়া। ভয়ে এলাকা ছেড়ে পালায় বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও।
এদিকে, হেরাতের ৬০ শতাংশ এলাকায় ব্ল্যাকআউট তৈরি হয়। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
তথ্যসূত্র: আলজাজিরা