আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে বিস্ফোরণে ৯ শিশু নিহত এবং চার শিশু আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
নানগারহার প্রদেশের গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সোমবার লালোপার জেলার বাইগানান গ্রামে খাদ্যসামগ্রী বিক্রির একটি গাড়ি যখন একটি পুরোনো, অবিস্ফোরিত মর্টারশেলকে সজোরে আঘাত হানে তখন বিস্ফোরণটি ঘটে।
বিবৃতিতে বলা হয়, আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
কয়েক দশকের যুদ্ধ-সংঘাতে আফগানিস্তানে সবচেয়ে বেশি অবিস্ফোরিত ল্যান্ড মাইন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। যখন এগুলো বিস্ফোরিত হয়, তখন প্রায়ই ভুক্তভোগী হয় শিশুরা।
সূত্র: আলজাজিরা