আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৯, ২০২১, ০৬:১৯ পিএম

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আবারও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া জানিয়েছে,  পিয়ংইয়ং প্রশাসন অন্তত একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরে নিক্ষেপ করেছে। তবে দুটি ক্ষেপণাস্ত্রের কথা জানিয়েছে জাপান।    

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলাপ হয়, স্থানীয় সময় মঙ্গলবার(১৯ অক্টোবর) সকাল ১০টা ১৭ মিনিটের দিকে সিনপো শহর বা এর কাছাকাছি কোথাও থেকে ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের কাছের সাগরে ছোড়া হয়।

দুটি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন দাবি করে  সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া যে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তা ‘খুবই দুঃখজনক’ বলেও মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে  স্বাগতিক দেশসহ জাপান  ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানদের বৈঠকের একটি খবর প্রকাশ হওয়ার পরই পিয়ংইয়ং জাপান সাগরে এই ক্ষেপণাস্ত্র ছুড়ল। দক্ষিণ কোরিয়ার সরকারি একটি সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এ বৈঠকের কথা জানিয়েছিল।

উলে একটি আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনীর (এডিএএক্স) অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। এই প্রদর্শনীর অনুষ্ঠানে অংশ নিতে শতাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের সামরিক বাহিনীর প্রতিনিধিরাও এখন সিউলে জড়ো হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় এ প্রতিরক্ষা প্রদর্শনীতে পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান, আক্রমণে সিদ্ধ হেলিকপ্টার, ড্রোনসহ অত্যাধুনিক সব অস্ত্র, মহাকাশে পাঠানোর রকেট এবং বেসামরিক কাজে বায়ুমণ্ডল ও মহাশূন্যে পাঠানোর সরঞ্জাম প্রদর্শন করা হবে।

প্রসঙ্গত, জাতিসংঘ সুনির্দিষ্টভাবে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করে। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। তারপরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

Link copied!