ইউক্রেনে আরও মার্কিন সহায়তা: নতুন সামরিক প্যাকেজে যা থাকছে

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ১১:৪৪ পিএম

ইউক্রেনে আরও মার্কিন সহায়তা: নতুন সামরিক প্যাকেজে যা থাকছে

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য আরও দুই বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের প্যাকেজে অন্যান্য যুদ্ধাস্ত্রের পাশাপাশি দূরপাল্লার রকেট অন্তর্ভুক্ত থাকবে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন সূত্রে জানা গেছে।

বুধবার পেন্টাগনের দুই কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এই সামরিক সহায়তা ঘোষণা করবেন।

পেন্টাগনের ওই দুই কর্মকর্তা আরও বলেন, এবারের সামরিক সহায়তা প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, নির্ভুল-নির্দেশিত যুদ্ধাস্ত্র ও জ্যাভলিন অ্যান্টি ট্যাংক অস্ত্রের জন্য সহায়তা সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তবে এ সামরিক সহায়তা প্যাকেজে যুদ্ধবিমান থাকছে না। মার্কিন প্রেসিডেন্ট গত সোমবার স্পষ্ট করে বলেছেন, তারা ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না।

এদিকে, আসছে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্ণ হতে চলেছে। ওই সময়ে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র এখনও ইউক্রেনের পাশে আছে—এমন বার্তাই জো বাইডেনের ওই সফরের লক্ষ্য বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে।

Link copied!