ইউক্রেনের ব্যাপারে যে সিদ্ধান্ত হলো জি-৭ বৈঠকে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৯, ২০২২, ০৬:৪২ পিএম

ইউক্রেনের ব্যাপারে যে সিদ্ধান্ত হলো জি-৭ বৈঠকে

যতদিন যুদ্ধ চলবে ততদিন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে লাগাতার সামরিক সহায়তা করে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর নেতারা।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, জি-৭ বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়ার তেলের দামে ক্যাপ বসানো হবে। অর্থাৎ, তেলের দামের ঊর্দ্বসীমা স্থির করা হবে। বিশ্ববাজারে ওর চেয়ে বেশি দামে রাশিয়া তেল বিক্রি করতে পারবে না। এর ফলে রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন জি-৭ এর নেতারা।

বালিতে রাশিয়া নেই

জি-৭ বৈঠকে বলা হয়, কিছুদিনের মধ্যে ইন্দোনেশিয়ার বালিতে শুরু হতে যাওয়া জি-২০ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানানো হয়নি।  ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এ তথ্য জানান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সম্মেলনে রাশিয়াকে না ডাকা কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে ইউক্রেনের মলে রাশিয়ার মিসাইল হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরো বেড়েছে। গতকাল মঙ্গলবার রাতে মৃতের সংখ্যা ১৬ হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তবে হামলার বিষয়ে রাশিয়ার দাবি, ওই এলাকায় ইউক্রেন অস্ত্র মজুত করেছিল। সে কারণেই সেখানে হামলা চালানো হয়। কিন্তু জেলেনস্কি জানিয়েছেন, ওই মলে এমন কোনো কিছুই ছিল না।

Link copied!