ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ১১৬

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২১, ১১:৩৭ এএম

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ১১৬

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৮০ জন বন্দী। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্য আমেরিকার দেশ ইকুয়েডরের গুয়ায়েস প্রদেশের একটি কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দিদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

চলতি বছরে ইকুয়েডেরের কারাগারে এটি তৃতীয় দাঙ্গার ঘটনা। এর আগে গত ফেব্রুয়ারি ও জুলাই মাসে দেশটির অন্য দুটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে। ফেব্রুয়ারির দাঙ্গায় ৭৯ জন এবং জুলাইয়ের ঘটনায় অন্তত ২২ জনের প্রাণহানি হয়। তবে, মঙ্গলবারের ঘটনা সবচেয়ে ভয়াবহ ছিল।

প্রায় ৫ ঘণ্টার অভিযানে গত মঙ্গলবার কারাগারের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন সকাল সাড়ে ৯টায় বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালায়। ১০টা ৪০ মিনিটে ভেতরে প্রবেশ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা ২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

Link copied!