ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে একাধিক রকেট হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২১, ০৬:৩০ পিএম

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে একাধিক রকেট হামলা

ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে কমপক্ষে ১০টি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটিতে অবস্থান করা মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টো এ হামলার ঘটনা দাবি করেন। পরবর্তীতে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা এএফপি’র খবরেও এ তথ্য জানানো হয়।

বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মার্কিন সেনাদের লক্ষ্য করে ওই বিমানঘাঁটিতে রকেট চালানো হয়। এই বিমানঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা ও বহু জঙ্গি বিমান রয়েছে।

ইরাকের নিরাপত্তা বাহিনীও জানিয়েছে, সকালে বিমানঘাঁটিতে ১০টি গ্রাড-টাইপ রকেট আঘাত হেনেছে। রকেটগুলো ইরানের আরাশ মডেলের। এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

গত সপ্তাহে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় মার্কিন হামলায় অন্তত ১৭ মিলিশিয়া নিহত হয়েছেন। এরপর প্রথম কোনো মার্কিন ঘাঁটিতে বুধবার এ হামলা চালানো হয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে গত বছরের ৮ জানুয়ারি এই ঘাঁটিতেই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে তছনছ করে দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এবারও সেই ঘাঁটিতে ইরানই রকেট হামলা চালিয়েছে বলে ধারণা করছেন মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

Link copied!