ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর, যুক্তরাষ্ট্র সময়) টেলিফোনে কথা বলবেন এই দুই নেতা।
হোয়াইট হাউসের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে মার্কিন-রাশিয়া নিরাপত্তা আলোচনার আগে এই ফোনালাপ হবে। এক মাসেরও কম সময়ের মধ্যে বাইডেন ও পুতিন দ্বিতীয়বারের মতো ফোনে কথা বলবেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন জানিয়েছেন, বাইডেন বর্তমানে নতুন বছরের ছুটিতে তাঁর ডেলাওয়্যারের বাড়িতে রয়েছেন। সেখান থেকেই তিনি পুতিনের সঙ্গে আসন্ন কূটনৈতিক সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন।
এক বিবৃতিতে এই মুখপাত্র বলেছেন, “বাইডেন প্রশাসন আমাদের ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের সঙ্গে ব্যাপক কূটনীতিতে নিযুক্ত রয়েছে। এ ছাড়া ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক গঠনের প্রতিক্রিয়ায় বাইডেন প্রশাসন পরামর্শ ও সমন্বয় করছে।”