ওমান ও ইরানে ঘূর্ণিঝড় শাহীনের আঘাতে মৃত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৫, ২০২১, ১০:৪৮ পিএম

ওমান ও ইরানে ঘূর্ণিঝড় শাহীনের আঘাতে মৃত ১৩

ক্রান্তীয় ঘূর্ণিঝড় শাহীনের আঘাতে ওমান ও ইরানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রবিবার (৩ অক্টোবর) ঘূর্ণিঝড় শাহীন ১৫০ কিলোমিটার বেগে ওমানের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। এসময় প্রবল বর্ষণে দেশটির ওই অঞ্চলের বিশাল এলাকা তলিয়ে যায়।

ওমানের আল-বাতিনাহ প্রদেশে সোমবার (৪ অক্টোবর) মারা যান সাত জন। এবং এর আগে রবিবার (২ অক্টোবর) একই এলাকায় পানিতে ডুবে ও ভূমিধ্বসে মারা যান আরো ৪ জন।

এদিকে ঘূর্ণিঝড় শাহীনে তাণ্ডবে ইরানে ২ জেলের মৃতদেহ পাওয়া ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিসতান-বালুচিস্তানের উপকূলে পাকিস্তান সীমান্তের কাছে আরও তিন জেলে নিখোঁজ রয়েছেন। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ছয় জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন।

ওমানের সশস্ত্র বাহিনী আটকা পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে। এর পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করে উপদ্রুত অঞ্চলে ত্রাণ পাঠানোর পথ সুগম করছে।

ওমানের উত্তরাঞ্চলে আরব সাগরের উপকূলে এত শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত একটি বিরল ঘটনা। শাহীনের তীব্র ঝড়ো হওয়ার কারণে উপকূলজুড়ে ৩২ ফুট উঁচু ঢেউ তৈরি হয়। 

ওমানের ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে স্থাপন করা ৮০টি আশ্রয় কেন্দ্রে পাঁচ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

Link copied!