করোনায় বিধ্বস্ত ভারতে জিকা ভাইরাসের হানা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১০, ২০২১, ০৫:৫০ এএম

করোনায় বিধ্বস্ত ভারতে জিকা ভাইরাসের হানা

 

করোনায় বিপর্যস্ত ভারতে এবার জিকা ভাইরাস আঘাত হানছে। বৃহস্পতিবার ( ৮ জুলাই) কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এক নারীর শরীরে জিকা ভাইরাসের উপস্থিতির কথা জানিয়েছেন।

তিনি জানান, তিরুঅনন্তপুরমের পারাসালায় ২৪ বছরের এক যুবতীর শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ওই যুবতীর। গত ২৮ জুন থেকেই তার শরীরে লক্ষণ দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে। যদিও এখন তার অবস্থা স্থিতিশীল। ৭ জুন সন্তানেরও জন্ম দিয়েছেন ওই যুবতী।

কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ওই মহিলার অন্য রাজ্যে থেকে যাননি। অন্তঃসত্ত্বা অবস্থায় তামিলনাড়ু সীমানার কাছে নিজের বাড়িতেই ছিলেন তিনি।সপ্তাহ খানেক আগে ওই যুবতীর মায়ের শরীরেও একই লক্ষণ দেখা গিয়েছিল। জিকা ভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষণের সঙ্গে ডেঙ্গু আক্রান্তের লক্ষণের মিল রয়েছে। দুই ক্ষেত্রেই জ্বর, গাঁটে ব্যথা, গায়ে র‌্যাশ বের হয়। ওই যুবতী ছাড়াও আরও ১৩ জন জিকায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর। এ ব্যাপারে নিশ্চিত হতে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত, গোটা দেশের মধ্যে রোজ সবথেকে বেশি করোনা আক্রান্ত হচ্ছে কেরালা থেকে। রাজ্যেটিতে দৈনিক আক্রান্ত থাকছে ১০ হাজারের উপরেই। সে রাজ্যে সক্রিয় রোগী রয়েছেন এক লক্ষ ১০ হাজারেরও বেশি।

ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর পরিমাণ। শুক্রবার (৯ জুলাই) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। একই সময়ে মারা গেছেন ৯১১ জন।

এর আগের দিন দেশটিতে আক্রান্ত হয়েছিল ৪৫ হাজার ৮৯২। একই সময়ে মারা গিয়েছিল ৮১৭ জন। অর্থাৎ দৈনিক সংক্রমণ প্রায় ৫ শতাংশ কমলেও মৃত্যু বেড়েছে প্রায় ১২ শতাংশ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে তিন কোটি ৭ লাখ ৫২ হাজার ৯৫০ জনে। শেষ ২৪ ঘণ্টার ৯১১ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ পাঁচ হাজার ৯৩৯ জনে।

সূত্র: ডয়েচে ভেলে, আল জাজিরা।

Link copied!