কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে গুলি ছোঁড়ার পর নিহত হন তাঁরা।
বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কাশ্মীরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভিম্বার গলি এলাকায় সেনাবাহিনীর সদস্যদের একটি গাড়িতে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে গাড়িটি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে তারা। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে গাড়িটি ভিম্বার গলি থেকে সংগিওটের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে হামলার বিষয়ে অবহিত করেছেন।
গত সপ্তাহে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের ভাটিন্ডায় একটি সামরিক স্টেশনের ভেতরে গুলিতে চার ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।