ক্রাইস্টচার্চের মসজিদে ফের হামলার হুমকি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৫, ২০২১, ১২:১৫ পিএম

ক্রাইস্টচার্চের মসজিদে ফের হামলার হুমকি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২০১৯ সালে ভয়াবহ হামলার শিকার হওয়া, মসজিদ দুটিতে আবারও হামলার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। অনলাইনে হামলার হুমকি দেওয়ার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টার নামের ওই দুটি মসজিদে হামলার হুমকি দেওয়া হয়। কী ধরনের হুমকি এসেছে তার বিস্তারিত জানায়নি নিউজিল্যান্ড পুলিশ।

সবাইকে সতর্ক করে ক্যানটারবেরি জেলা কমান্ডার জনপ্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের কমিউনিটির জন্য হুমকির কারণ হবে এমন কোনও বার্তা, কোনোভাবেই সহ্য করা হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা সতর্ক অবস্থায় রয়েছি।’ আগামী ১৫ মার্চ ওই হামলার বর্ষপূতি হবে নিউজিল্যান্ডে। তার আগে আশপাশের অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

ব্রেন্টন ট্যারেন্ট নামের এক অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ যুবক দুই বছর আগে মসজিদ দুটিতে হামলা চালায়। গত আগস্টে তাকে প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ধরনের সাজা নিউজিল্যান্ডে আগে কাউকে দেওয়া হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান।

 

 

Link copied!