দক্ষিণ আফ্রিকায় ট্রাক-বাস সংঘর্ষে ঝড়ে গেল ১৬ শিশু শিক্ষার্থীর প্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৭:১৮ পিএম

দক্ষিণ আফ্রিকায় ট্রাক-বাস সংঘর্ষে ঝড়ে গেল ১৬ শিশু শিক্ষার্থীর প্রাণ

এক সড়ক দূর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় নিহত হয়েছে অন্তত ১৬ জন শিশু শিক্ষার্থী। ডারবানের প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে এসওয়াটিনি সীমান্তবর্তী পংগোলা এলাকার মহাসড়কে শুক্রবার ঘটে ওই ঘটনা। খবর ব্যারনস ডটকমের।

একটি বড় ট্রাকের সাথে বাসের ধাক্কায় কমপক্ষে ১৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আঞ্চলিক সরকারের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির কাওয়াজুলু-নাটাল প্রদেশের পরিবহন মন্ত্রণালয় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাসটিতে মোট ১৯ জনকে বহন করা হচ্ছিল। এদের মধ্যে তিনজন প্রাপ্ত বয়স্ক ছিলেন। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে ছিল।

আঞ্চলিক পরিবহন মন্ত্রী সিফো হমুকা এক বিবৃতিতে এটিকে বিপর্যয় উল্লেখ করে বলেন, ‘এভাবে এত শিশুর চিরতরে চলে যাওয়া খুবই মর্মান্তিক।’

দক্ষিণ আফ্রিকার সড়কগুলো মহাদেশটির অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল হলেও দেশটির অধিকাংশ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করা হয়ে থাকে।

Link copied!