নতুন করে বিরোধে জড়িয়ে পড়লো তেহরান-ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৩, ০৪:২৫ পিএম

নতুন করে বিরোধে জড়িয়ে পড়লো তেহরান-ওয়াশিংটন

তেহরানের পারমানবিক প্রকল্প ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিরাধের ঘটনা অনেক পুরনো। এই ইস্যুতে তেহরানের ওপর একের এক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এবার আরও এক ইস্যুতে নতুন করে বিরোধে জড়িয়ে পড়েছে দেশ দুটি।

ওমান সাগর থেকে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করায় এই নতুন বিরোধ শুরু হয়।  মার্কিন জ্বালানি সংস্থা-শেভরন কর্পোরেশনের জন্য ওই ট্যাংকারটি কুয়েত থেকে তেল নিয়ে যুক্তরষ্ট্রের টেক্সাসের উদ্দেশ্যে যাচ্ছিলো।

ইরানের নৌবাহিনী জানিয়ছে, বুধবার দিনের শেষভাগে পারস্য উপসাগরে একটি ইরানি মাছ ধরার নৌকায় আঘাত করলে কয়েকজন ইরানি জেলে আহত হন। এঘটনায় এখনও দু’জন নিখোঁজ রয়েছেন। ওই ট্যাংকারটি পরে রেডিও সিগন্যাল না মেনে পালিয়ে গেলে আদালতের নির্দেশে তারা এটিকে আটক করে।

ওমান উপসাগরে ট্যাংকার জব্দের ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে দুই দেশ।

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর কর্তৃপক্ষ জানিয়ছে, তেলবাহী ট্যাংকার আটকে রেখে ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। অবিলম্বে ট্যাংকারটিকে ছেড়ে দিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

Link copied!