নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বুথ থেকে বের হওয়ার পর তাকে ঘিরে বিজেপি সমর্থকদের 'জয় শ্রীরাম' ধ্বনি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
তৃণমূল সুপ্রিমো গণমাধ্যমকে জানান, ‘নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। ৬৩টি অভিযোগ পড়েছে। কোনও ব্যবস্থা নেয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এমনটা করা হচ্ছে। আমরা আদালতে যাব। আইনি ব্যবস্থা নেব।’
নন্দীগ্রামের ঘটনার পর সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেন মমতা। নন্দীগ্রামের বয়ালে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যায়, নন্দীগ্রামের বয়ালের ভক্ত প্রাথমিক বিদ্যালয়ের ৭নং বুথ থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে 'জয় শ্রীরাম' ধ্বনি দেয় বিজেপি সমর্থকেরা। এই ঘটনায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।পওে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, ‘ভোট শুরু হয়েছে সকালে, আর তিনি বেরিয়েছেন দুপুরের পর। জয় শ্রীরামকে ভয় পেয়েছেন।’
এদিকে দিলীপ ঘোষ বলেন, ‘যা সমস্যা হয়েছে সেটা কেন্দ্রীয় বাহিনী দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন বলে উত্তেজনা ছড়াচ্ছেন।’