নন্দীগ্রামে ‘দিদি না দাদা জিতেছে’— নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩, ২০২১, ০১:৩৩ এএম

নন্দীগ্রামে ‘দিদি না দাদা জিতেছে’— নিয়ে ধোঁয়াশা

নন্দীগ্রামে মমতা ব্যানার্জী জিতেছেন, নাকি শুভেন্দু অধিকারী জিতেছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

একদিকে সংবাদ সংস্থা এএনআই এক টুইট বার্তায় জানিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১২০০ ভোটে জিতেছেন মমতা।

অন্যদিকে, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে নিজের জয়ের কথা নিশ্চিত করেছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী নিজেই। এই ঘটনা নিয়ে কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জী। 

এই ঘটনা নিয়ে কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করলেন মমতা। তিনি বলেন, ‘নন্দীগ্রামের মানুষের রায় মেনে নিচ্ছি। কিন্তু ওখানে ভোট লুট হয়েছে। আদালতে যাবো আমরা।’

টানটান উত্তেজনা শেষে নন্দীগ্রামে দিনের শেষে বাজিমাত করলেন বিজেপি প্রার্থীই। শেষ মুহূর্তের কাউন্টিংয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জয়ী হলেন শুভেন্দু অধিকারী। ১৯৫৩ ভোটে হারালেন প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে শেষ হাসি হাসলেন শুভেন্দুই। 

শেষ স্পেলে মাত্র ৮২০ ভোটে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ রাউন্ড ভোট গণনার শেষে ছয় ভোটে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। ফের তাঁকে পেছনে ফেলে এগিয়ে যান তৃণমূল সুপ্রিমো। তবে  ইতোমধ্যেই ২০৭ আসনে জয় পেয়ে সরকার গঠন প্রায় স্থির করেই ফেলেছে মমতার দল তৃণমূল।

সূত্র: এএনআই,আনন্দবা্জার,এইসময়। 




Link copied!