নাইজেরিয়ার সোকোতো প্রদেশের বিভিন্ন এলাকায় বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছেন। দেশটির সন্ত্রাস কবলিত উত্তরপশ্চিমাঞ্চলে বন্দুকধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী, তার মধ্যেই ঘটল এই হামলা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত রোববার রাত থেকে শুরু করে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে ইল্লেলা শহরে ১৩ জন ও গোরোনিও শহরে ২ জন মারা গেছেন।
সোকোতো প্রদেশের গভর্নর আমিনু ওয়াজিরি রয়টার্সকে বলেন, ডাকাত থেকে সন্ত্রাসী হওয়া দুষ্কৃতিকারীরাই এই হামলা-লুটপাট-হত্যার জন্য দায়ী। গত মাসেও সোকোতোতে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় ৪৩ জন নিহত হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বছরখানেক ধরে বন্দুকধারীরা মানুষকে হত্যা করছে। মুক্তিপণ আদায় করতে শত শত মানুষকে অপহরণ করছে তারা। বিভিন্ন জায়গায় যোগাযোগসেবা বিচ্ছিন্ন করে, সেনা অভিযান চালিয়ে এবং পুলিশের উপস্থিতি বাড়িয়ে এ নিরাপত্তাসংকট মোকাবিলার চেষ্টা করছে দেশটির সরকার।