নৌকাডুবিতে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২১, ০৮:০২ পিএম

নৌকাডুবিতে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

মালয়েশিয়ায় নৌকাডুবির ঘটনায় অন্তত ১০ জন অভিভাসন প্রত্যাশী  মারা গেছেন।  ডুবে যাওয়া নৌকাটিতে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়।

বুধবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে দেশটির জহুর বারু প্রদেশের কোতা তিংগির তানজুং বালাউয়ের সুমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনাটি ঘটে। তবে কী কারণে নৌকাটি ডুবে গেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ডুবে যাওয়া নৌকার সব আরোহী ইন্দোনেশিয়ার নাগরিক। এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও ২৯ জন নিখোঁজ রয়েছে।

জোহরবারু প্রদেশের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার(১৫ ডিসেম্বর) সকাল ৮টার সময় উপকূল থেকে প্রায় ২০ মিটার দূরে ডুবে যাওয়ার আগে ৬০ জনকে বহনকারী নৌকাটি দেখা যায়। চারজন নারী ও ছয়জন পুরুষের মৃতদেহ তীরে ভেসে আসে। এ সময় ২ জন পুরুষ ও দুইজন নারীকে উদ্ধার করা হয়। নৌকার থাকা আরো ৪৬ জন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে তিনি বলেন।
 
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল নুরুল হিজাম জাকারিয়ার সূত্র ধরে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণে নৌকা ডুবে যাওয়ার আগে হতাহতরা অবৈধভাবে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এ ঘটনায় নিখোঁজ অভিবাসীদের উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছে।

Link copied!