পশ্চিম তীরে অবৈধ এক বসতির কাছে এক ফিলিস্তিনির গুলিতে এক ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। এরপর পাল্টা হামলায় ওই বন্দুকধারীকেও হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
বৃহস্পতিবার আলজাজিরা ইসরায়েলের সামরিক বাহিনী ও ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস ইসরায়েলি সেনাদের ওপর হামলার দায় স্বীকার করেছে। এই হামলা জেনিনে চালানো ইসরায়েলের দুইদিনের অভিযানের প্রতিক্রিয়া, বলেছে তারা।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলাকারী ফিলিস্তিনির নাম আহমাদ ইয়াসিন হিলাল গেইতান, তার বাড়ি পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমাংশের কিবিয়া গ্রামে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, পশ্চিম তীরের কেদুমিম বসতির কাছে সন্দেহজনক মনে হওয়া একটি গাড়ি থামানোর পর সেটিতে থাকা বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে ঘটনাস্থলেই এক সৈন্য মারা যায়।
হামলাকারী তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালালেও তাকে অনুসরণ করে শেষ পর্যন্ত ‘নিস্ক্রিয়’ করা হয়, বলেছে তারা।
জেনিনের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে কয়েকদিন আগে স্থল ও আকাশপথে চালানো ইসরায়েলি অভিযানে তিন শিশুসহ ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই অভিযানে এক ইসরায়েলি সেনাও নিহত হয়।