পশ্চিমবঙ্গে প্রার্থী ঘোষণা নিয়ে বিজেপির অফিস ভাঙচুর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২১, ০৮:৪২ পিএম

পশ্চিমবঙ্গে প্রার্থী ঘোষণা নিয়ে বিজেপির অফিস ভাঙচুর

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের মতো বিজেপিতেও প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) নির্বাচনের বাকি চার দফা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি।

বিজেপির এ প্রার্থী তালিকা ঘোষণার ১০ মিনিটের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে জলপাইগুড়ি জেলা। সেখানে দলীয় অফিস ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

দলীয় অফিসে হামলা ও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। ছবি: হিন্দুস্তান টাইমস

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জলপায়গুড়িতে বিপিন প্রামাণিক-কে দলীয় টিকিট দেওয়া হয়নি বলে বিক্ষোভ শুরু হয়। আর তা থেকেই দলীয় অফিস ভাঙচুর করে ক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা।

নেতা-কর্মীরা দাবি করেছেন, বিপিনবাবু এখানের সংগঠন তৈরি করেছেন। কর্মী–সমর্থকদের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। পাশাপাশি তিনি রাজ্যের সহ–সভাপতি। তাকেই আসন দেওয়া হয়নি বলে এই বিক্ষোভের সূত্রপাত।

প্রবীণ এ রাজনীতিবিদকে মনোনয়ন না দিয়ে সুরজিৎ সিং-কে দলীয় প্রার্থী করেছে। ফলে জেলাটিতে দলের মধ্যে দুই ভাগ হয়ে যায়। বিপিনের সমর্থকরাই দলীয় অফিস ভাঙচুর চালায়।

এর আগেও দলীয় অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ফাইল ফটো

এই বিষয়ে বিজেপির এক জেলা নেত্রী বলেন, দেখতেই পাচ্ছেন কর্মী–সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ তাদের মনে হয়েছে বিপিন প্রামাণিককে একটা আসন দেওয়া যেতে পারত। যাকে প্রার্থী করা হয়েছে তাকে নিয়ে কোনো আপত্তি নেই। তবে বিপিনবাবুর সম্মান দেওয়া উচিত ছিল। আমরা প্রার্থী বদল চাইব না। তবে অন্য আসন থেকে বিপিনবাবুকে প্রার্থী করা হোক এটা চাই।

Link copied!