পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগে যা জানালেন ইউক্রেনিয় প্রেসিডেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৩, ০৯:২৭ এএম

পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগে যা জানালেন ইউক্রেনিয় প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনে দুটি ড্রোন হামলার ঘটনায় রুশ প্রশাসনের অভিযোগের ব্যাপারে এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি স্পষ্টভাবে ক্রেমলিনের ওই অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় সময় বুধবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন তিনি।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, হেলসিংকি সফররত  ইউক্রেনিয় প্রেসিডেন্ট ওই সংবাদ সম্মেলনে বলেন, “আমরা পুতিন কিংবা মস্কোকে আক্রমণ করি না। এই ধরনের অনাবশ্যক ঘটনা সংঘটিত করার মতো যথেষ্ঠ অস্ত্র ইউক্রেনের হাতে নেই।”

পুতিনকে হত্যার কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা কিয়েভের নেই উল্লেখ করে জেলেনস্কি আরও বলেন, “আমরা পুতিনকে আক্রমণ করব না। তাকে আমরা আন্তর্জাতিক ট্রাইবুন্যালের হাতে ছেড়ে দিয়েছি।” 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের দেশের মধ্যে বিদেশি শত্রুদের বিরেুদ্ধে লড়াই করছি।আমাদের এই যুদ্ধ নিজেদের গ্রাম-শহরকে রক্ষা করা। এই ঘটনার মতো (ক্রেমলিনে ড্রোন হামলা) যথেষ্ঠ অস্ত্র আমাদের নেই। পরিকল্পনাও নেই।”

প্রসঙ্গত, স্থানীয় সময় বুধবার পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ওই ড্রোন হামলা চালানো হয় বলে রুশ প্রশাসন ইউক্রেনকে দায়ি করে। রুশ কর্মকর্তারা জানান ড্রোন হামলায় রুশ নেতা পুতিন আহত হননি এবং ক্রেমলিন ভবনের কোনো বস্তুগত ক্ষতি হয়নি। তারা  কথিত ওই হামলাটিকে "সন্ত্রাসী" হামলা হিসাবে আখ্যা দিয়েছেন।

শুধু তাই নয়, রুশ প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে হামলার ঘটনায় মস্কো এই ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেয় ক্রেমলিন। রাশিয়ার ওই অভিযোগের পর ইউক্রেনিয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করলেন।

Link copied!